জগতের নিয়ম মানেন?
বসন্তের কোকিলের ডাকে কখনো হৃদয় উতলা হয়ে উঠেনি?
বৃষ্টির শব্দে প্রেম জমে হৃদয়টাকে তোলপাড় করেছে কখনো?
বেঁচে থাকার প্রয়োজনে, অর্থ উপার্জনের তাগিদে দেশ হতে দেশান্তর ঘুরে বেড়ানো, রোদ, বৃষ্টি মাথায় করে পথ চলতে থাকা মানুষগুলোকে যুদ্ধের মাঠের সৈনিকের চেয়ে বেশি সম্মান করতে ইচ্ছে হয় আমার!
নিজের কথা বাদ দিয়ে অন্যের কথা শুনতে থাকা, অন্যের কষ্টগুলোকে উপলব্ধি করা , নিজেকে সেখানে বিলিয়ে দেয়া খুবই কষ্টের! এই কাজগুলো যারা করতে পারে, ঐ মানুষগুলোকে আমার একেকটা হীরের টুকরো মনেহয়!
আপনি ভালো থাকতে চান?
একাই ভালো থাকতে চান?
বাড়ির পাশের রহিম কিংবা করিম ছেলেটি, অথবা তার পরিবার যদি ঠিকমতো না খেয়ে থাকে! আপনি ভালো থাকতে পারবেন?
যদি পারেন, তবে খুবই সুন্দর একটি সংজ্ঞা আপনার সাথে মিলে যাবে।
আপনি এখনো সত্যিকারের মানুষ হতে পারেন নি!
সত্যিকারের মানুষ হতে চান? নিজেকে বাঁচিয়ে রাখতে চান যুগ যুগ ধরে?
তবে মানুষের জন্য কিছু করুন! হ্যাঁ মানুষের কল্যানের জন্যই !
একমাত্র এই কাজের মাধ্যমেই আপনি পৃথিবীতে না থেকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন!
আপনি আমি আজকে যাদের নাম নিয়ে কথা বলতেছি, তারাই কোন না কোন কাজ করে গিয়েছেন মানুষের কল্যানে!
আপনি যদি ভালো নামে নিজেকে প্রতিষ্টিত করতে চান, তবে অবশ্যই ভালো কিছু করতে হবে!
বিশ্বাস করুন, আপনি চলে যাবার মুহুর্ত থেকে পৃর্থিবী আপনাকে ভুলে যাবার জন্য সব আয়োজন শুরু করে দিবে! কিন্তু আপনিই শুধু পারেন তাদের সব আয়োজনকে নষ্ট করে নিজেকে বাঁচিয়ে রাখার যুদ্ধ শুরু করতে !
অতীতের ইতিহাসের দিকে একবার তাকান! সব কিছুই বুঝতে পারবেন! সব।
এই জীবন যেহেতু চিরস্থায়ী নয়, তাই অবহেলায় সময় নষ্ট না করে ভালো কাজে ব্যয় করা উচিত!
শেষে একটা কথা বলতে চাই- কখনো কারো ক্ষতি সাধন কিংবা কারো ক্ষতি হোক এতটুকুও কামনা করবেন না!
No comments:
Post a Comment