#মহানগর ওয়েব সিরিজ।
ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড মনোযোগ দিয়ে বুঝার চেস্টা করছিলাম যে পরবর্তী সীন কি ঘটতে যাচ্ছে!
সাবলীল অভিনয়, চরিত্রগুলোকে সুন্দরভাবে উপস্থাপনের মধ্য দিয়ে একটি দারুণ কাজ দেখতে পেলাম।
আমি এমনিতেই মুভি নাটক দেখার ব্যাপারে খুবই অলস একজন মানুষ। তবুও এটা দেখে শেষ করলাম বলে নিজেকে একটা ছোট্ট থ্যাংকস দিলাম।
কিছু কিছু জায়গায় আরো বেশি মনোযোগী হওয়া দরকার ছিলো বলে মনে হয়।
তবে সিরিজের নামের সাথে মিল রাখতে গেলে, আমাদের এই মহানগরে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। হয়তো সেখান থেকেও আরো কিছু গল্প পিক করা যেতো। যদিও সময় স্বল্পতা ছিলো। আশাকরি পরবর্তী পর্বে সেটা আরো ভালোভাবে ফুটে উঠবে।
মহানগরের মানুষের জীবনযাত্রায় রয়েছে আরো অনেক অনেক রঙ, সমস্যা, ভোগান্তি!
মোশাররফ করিম, জাকিয়া বারি মম, সহ সবার অভিনয়ই ভালো লেগেছে।
ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেয়ার জন্য নির্মাতাকে দর্শককূলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং শুভকামনা তার জন্য!
বেশি কিছু আর বলার নেই। বলতেও পারবোনা, কারণ আমি মুভির রিভিউ রাইটার নয়!
তবে এটা বলতে পারি, সময় নিয়ে দেখলে খারাপ লাগবেনা আশাকরি।
Comment:
Md Nesharuddin
ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম সম্ভবত একজনই। তাকে দিয়ে এতো দারুণ চিত্রায়ণ আর কোনো ডিরেক্টর করেছে কিনা আমার জানা নেই। শিল্পী নির্বাচনের দিক থেকে ডিরেক্টর সেরাদের কাতারে।
Shakil Ahmed
একজন ওসির শারিরিক অঙ্গভঙি থেকে শুরু করে প্রচলিত বিশেষ দিক গুলো সুনীপুন ভাবে সে তার চরিত্রের মাধ্যমে প্লে করেছে! এক কথায় নিখুত অভিনয়!
তবে সৎ যেসব পুলিশ অফিসার আছে তাদেরকে হয়তো আমরা কখনো দেখতে পাইনা সামনা সামনি।
কিন্তু এস আই মলয় যে চরিত্রটা প্লে করেছে, সেটার বাস্তবতা থাকলেও খুবই কম। সবাই বসের কথা শুনেই অভ্যস্ত, বসের কথার বাইরে যাওয়া, কিছু করা এটা বিরল। অভিনয় ভালো ছিলো!
No comments:
Post a Comment