#এমাজন #গুগল বাংলাদেশে আসতেছে এই নিয়ে ভাইরাল হওয়া নিউজটা অনেকেই ভুলভাবে বুঝতেছে হয়তোবা! আসল কথা হচ্ছে এমাজন সরাসরি কোন ই কমার্স, কিংবা গুগল এখনি সরাসরি বাংলাদেশে কোন বিজনেস স্টার্ট করছেনা। অলরেডি তাদের যে ওয়েব বিজনেস গুলো চলছে, (Amazon Prime, Netflix, AWS service, Google AdSense, Google ads,) ইত্যাদি, এবং ভালো পরিমান একটা প্রফিট জেনারেট করে নিচ্ছে, সেটার জন্যই মূলত বাংলাদেশ সরকারের নির্দেশে ট্যাক্স প্রদানের জন্য BIN (Business Identification Number) রেজিস্ট্রেশন করেছে NBR ( National Board of Revenue) এ বাংলাদেশকে ভ্যাট প্রদানের জন্য। এবং বাংলাদেশকে তাদের একটা বিজনেস কান্ট্রি হিসেবে রিকোগনাইজ করা শুরু করেছে।
হয়তোবা,
হয়তোবা ভবিষ্যতে বড় পরিসরে অফিস কিংবা রিজিওন্যাল অফিস নিয়ে চিন্তাভাবনা করার প্লান করতেও পারে। অথবা তারা কোনো এজেন্সির মাধ্যমে কাজকর্ম পরিচালনা করতে পারে।
যদিও বাংলাদেশের মার্কেটে অলরেডি খুব ভালো পরিমান ই-কমার্স রয়েছে। এমাজন যদি আসেও, তাহলে আমরা হয়তো আরো ভালো কোয়ালিটি সার্ভিসের দিকে এগিয়ে যেতে সক্ষম হতে পারি।
নিঃসন্দেহে এটি একটি পজেটিভ স্টেপ বাংলাদেশের জন্য।
No comments:
Post a Comment