ঈদের খুশিকে বিলিয়ে দেয়ার জন্য প্রিয়শপ পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটি উদ্দ্যেগ! তবুও হাসি ফুটেছে কিছু মানুষের মুখে।মুসলিম উম্মাহর জন্য এক বিরাট উপহার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ যখন তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে সর্বোচ্চ দিয়ে চেস্টা করে যাচ্ছে। কেউ কেউ কর্মস্থল ছেড়ে পাড়ি জমাচ্ছে নিজেদের পরিবারের কাছে। আবার কারো পরিবার বলতে কিছুই নেই।
যে মানুষগুলোর দিন কিংবা রাত, বৃষ্টি কিংবা রোদ সবকিছুর মধ্যেই নিজেদেরকে সংগ্রামের মধ্যে রাখতে হয়। দিনশেষে একটা আশ্রয়স্থল বলতে রাস্তার পাশে, কিংবা পার্কে, ব্রিজের নিচে অস্থায়ী বাসা! তাদের মুখে হাসি ফুটানো অনেক সহজ। তাদের অল্পই চাওয়া। অল্পতেই সন্তুষ্টি মিলে তাদের মনে। তবুও চাই তাদের জীবনে একটা স্থায়ী সমাধান আসুক!
যারা পরিবার ছাড়া নিজেরা বাঁচতে শিখেছে, যাদের স্বপ্ন বলতে পেটপুরে একবেলা খাবারের, সকালের খাওয়ার পরে চিন্তা করতে হয় দুপুরে কি খাবে! তাদের জন্য ছোট্ট উপহারটুকুও অনেক কিছু। প্রিয়শপ চেস্টা করেছে সাধ্যমতো তাদের মুখে হাসি ফুটানোর জন্য!
প্রিয়শপ ডট কম, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত আছে এক লাখেরও বেশি পরিবারের সাথে। যাদের আয়ের একটা উৎস তৈরি করতে পেরেছে প্রিয়শপ। কাজ করে যাচ্ছে এই সংখ্যাটাকে আরো কয়েকগুন বাড়ানোর জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে।
আর যুক্ত থাকা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। সেক্ষেত্রে বিবেচনা করলে প্রিয়শপ ডট কম হতে যাচ্ছে নিম্ন আয়ের মানুষদের আয় বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম।
আশাকরি এ সংখ্যাটা ছাড়িয়ে যাবে কোটিতে।
একটা পরিসংখ্যানে দেখা গেছে,
বাংলাদেশে দারিদ্র্য হার ২০.৫ এবং হত দারিদ্র্য হার ১০.৫
বেশি হতদরিদ্র আছে—এমন ১০ দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
• যাঁদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাঁরা হতদরিদ্র
• এটা আন্তর্জাতিক দারিদ্র্যরেখা হিসেবে বিবেচিত
• বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ
• নিম্ন মধ্যম আয়ের দেশ বিবেচনায় এই সংখ্যা ৮ কোটি ৬২ লাখ
• বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় ঢুকে গেছে
অতিধনী বৃদ্ধির হারের দিকে বাংলাদেশ বিশ্বে প্রথম। ধনী বৃদ্ধির হারে তৃতীয়। দ্রুত মানুষের সম্পদ বৃদ্ধি বা ধনী হওয়ার যাত্রায় বাংলাদেশ এগিয়ে থাকলেও অতিগরিব মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অতিগরিব মানুষের সংখ্যা বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে ২ কোটি ৪১ লাখ হতদরিদ্র মানুষ আছে।
সূত্রঃ প্রথম আলো!
বাংলাদেশে যে পরিমান দরিদ্র রয়েছে, এবং তাদের বেশিরভাগের আয়ের মাধ্যম হলো শ্রম, তাই শ্রমের মূল্য বাড়িয়ে, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত পন্যের সঠিক মূল্য নির্ধারণ, রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টনের মাধ্যমে এই সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব! অন্যথায় ঝুকির মুখে পড়বে বাংলাদেশ!
প্রিয়শপ ডট কম এর মতো আরো যারা রয়েছে, যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যারা কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান আরো সহজ করার জন্য, সকলের পক্ষ থেকে এসব শ্রমজিবী গরীব অসহায় মানুষদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। বাংলাদেশ এগিয়ে যাক একসাথে সবাইকে নিয়ে।
⭐ঈদ মোবারক!⭐