Saturday, May 22, 2021

প্রথম আলো সহ দেশের সকল নিউজ মিডিয়া প্রিয়শপময়। আসছে প্রিয়শপ ডটকমের বিগেস্ট শপিং ডে ২৩-২৪ মে।


গ্রাহকদের অনলাইনে শপিং অভিজ্ঞতাকে আরো বেশি স্মরনীয় করার জন্য জমকালো আয়োজনে প্রিয়শপ ডট কম নিয়ে আসছে সবচেয়ে বড় কেনাকাটা উৎসব। ‘শর্ট বাজেটে বিগ শপিং’ স্লোগান নিয়ে বিগেস্ট শপিং ডে ২৩-২৪ মে ২০২১ ।
গ্রাহকগন তাদের স্বপ্নপূরণে আরো এক ধাপ এগিয়ে  প্রিয়শপ ডট কম থেকে কম বাজেটে কেনাকাটা করতে পারবেন নিজের পছন্দের সব পণ্য। থাকছে দ্বিগুন টাকা ভাউচার সহ বিভিন্ন ক্যাটাগরিতে অবিশ্বাস্য পরিমান ছাড়ে প্রয়োজনীয় পন্য সুযোগ।
প্রিয়শপ ডটকমে মূল্য পরিশোধের জন্য রয়েছে বাংলাদেশে প্রচলিত সকল প্রকার পেমেন্ট অপশন।

এই আয়োজন নিয়ে দেশীয় প্রায় সকল নিউজ মিডিয়া মেতে উঠেছে গ্রাহকদেরকে অবহিত করার জন্য। পৌছে দেয়ার জন্য গ্রাহকদের কাছে প্রিয়শপ ডট কম এর এ বিশাল আয়োজনের বার্তা।
আশা করা যাচ্ছে গ্রাহকগন খুব সহজেই লুফে নিতে পারবেন তাদের জন্য আয়োজন করা এই উৎসবের সকল সুবিধা। 







প্রিয়শপ ডটকম দেশীয় শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম। হাজারেও বেশি ব্র্যান্ড ও লক্ষাধিক পণ্যের সমাহার প্রিয়শপ ডটকমে।  জাতিসংঘের গবেষণায় ই-কমার্স খাতের আদর্শ মডেল হিসেবে প্রিয়শপ ডটকমের নাম উঠে এসেছে ইউএনসিটিএডি বাংলাদেশ অ্যাসেসমেন্ট প্রতিবেদনে।

এছাড়া ২০২০ সালে সিংঙ্গাপুরে সেরা দশ স্টার্টআপ এশিয়া, ২০১৯ সালে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার, ২০১৮ সালে ইন্ডিয়া হতে সুপার স্টার্টআপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি


এই আয়োজনে সহযোগী অনেকের মধ্যে কিছু উল্লেখযোগ্য নিউজ লিংক সমুহঃ  

দেশের শীর্ষস্থানীয় নিউজ মিডিয়া সহ যারা সম্পৃক্ত হয়েছেন প্রিয়শপের এই বিশাল আয়োজনে। তাদের সকলকে প্রিয়শপ ডট কম এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, আশাকরছি প্রিয়শপ ডট কম  সফলভাবে একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে গ্রাহকদের আস্থা এবং ভালোবসা সঙ্গে নিয়ে।

অনলাইনে কেনাকাটা হয়ে উঠুক আরো বেশি সহজ, সুন্দর, আনন্দময়!

প্রিয়শপ ডট কমে শপিং নিয়ে জানাতে পারেন আপনার অভিজ্ঞতার কথা, শেয়ার করতে পারেন আপনার মন্তব্য, কি চাচ্ছেন প্রিয়শপ থেকে।  





No comments:

Post a Comment