![]() |
Love life |
“যেই ভালোবাসার জন্য মানুষ অবহেলা সহ্য করে, সেই অবহেলার জন্যই মানুষ ভালোবাসা ত্যাগ করে”
ভালোবাসার জন্য মানুষ প্রচন্ডরকম অবহেলা পেয়েও তার ভালোবাসার মানুষটির কাছে থাকতে শুরু করে। শুধুমাত্র এটুকু আশা নিয়ে, একদিন তার ভালোবাসা সব অবহেলা আকাশে উড়িয়ে দিবে। সুন্দর হবে প্রতিটি সকাল। প্রত্যাশায় ভরে উঠ ঘরখানি। জীবনের সব না পাওয়া উপেক্ষা করে ভালোবাসার মানুষের মুখের হাসিতে থমকে যাবে সমস্ত দীর্ঘশ্বাস। স্বপ্নের মতো হবে সবকিছু।
কিন্তু প্রকৃতির নিয়মে পরিবর্তিত হওয়া স্বভাবে আবহাওয়ার মতো ঋতুর পরিবর্তন ঘটতে থাকে মানুষের মনেও। একদিন কনকনে শীতের রাতে কিংবা চৈত্রের খড়ায় দুপুরের রোদের তাপে দাঁড়িয়ে মনে হতে থাকে এত অবহেলা কেনো সহ্য করছি!! ভালোবাসা আমাকে কী দিয়েছে!
যে ভালোবাসার জন্য এত অবহেলা সহ্য করে অতিবাহিত করেছে অনেকগুলো বছর, হঠাত করেই সেই অবহেলার সমস্ত কল্প চিত্র এক নিমিষেই মনের মধ্যে ভেসে উঠে সিনেমার সিকুয়েন্সের মতো। একটার পর একটা দৃশ্য আসতে থাকে এবং মনে করিয়ে দিতে থাকে, কি সে করেছে এতদিনে।
একটা সময় পরে সেই অবহেলার কারণে মানুষ ভালোবাসা ভুলতে শুরু করে। দুরত্বের লাগাম টেনে আর কাছাকাছি নিয়ে আসা যায়না। স্রোতের মতো কেবল ধাবিত হতে থাকে অন্যমুখী হয়ে। পৃথিবীতে সব সম্ভব, অনাকাঙ্খিত অনেক কিছুই ঘটে। ভালোবাসা সুন্দর হোক সমস্ত কিছুর বাইরে গিয়ে।
- April 12, 2023