![]() |
Photo: Shakil Ahmed | at: Elisha Feri Ghat | Bhola |
আমার জন্ম মাটির গ্রামে। আমার বেড়ে উঠাও এই কাঁদা মাটির গন্ধ মেখে। আমার সব স্মৃতিও জমেছে খাল বিল আর রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থাকা তালগাছের সাথে, ছোট কালবার্টের সাথে। শীতের সকালের অন্ধকার হয়ে থাকা মেঘের মতো শিশিরের সাথে। কালবৈশাখীর দুপুরের সাথে। আমার অনেক অনেক স্মৃতি জমেছে বড় পুকুরের পানিতে সাতার দিতে দিতে।
ধোয়া উঠা গরম ভাত আর ইলিশের ঝোলের সাথে। বর্ষায় টুপটাপ বৃষ্টিফোঁটা টিনের চালের আওয়াজের সাথে।
আমার স্মৃতি জমেছে পরিবারের সাথে, খুনসুটিতে।
আমার স্মৃতি জমেছে, বাবার ঘামে ঝড়া কষ্টের টাকার সাথে, মায়ের আচলের সাথে, ভালবাসার সাথে, ভাই বোনের আদরের সাথে।
আমি এমন অজস্র সন্ধ্যা ভোর কাটিয়েছি আমার প্রানের জন্মস্থানের সাথে, যেখানে আমি বারংবার ফিরে আসি, নদীর পাড়ে একাকী বসে থাকার কৌতুহলে। আমার অনেক স্মৃতি জমেছে মেঘনা নদীর পাড়ের স্নিগ্ধ বাতাসের সাথে।
আমার হাজারো স্মৃতি জমেছে যেখানে, দু এক বাক্যে শেষ হবেনা বলেই শুধু অনুভবের দুয়ার খুলে চুপচাপ ভাবতে থাকি!
কি পেয়েছি আর না পেয়েছি জীবনে, সেসব মিথ্যে! আমি এমন অনেক কিছুই পেয়েছি, যা আমাকে বারবার বাঁচতে শিখাবে! ভালোবাসি এ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশকে।
#প্রানেরজন্মস্থান
#ভোলা #village #ভোলাজেলা #Bhola
২৩ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment