Thursday, April 27, 2023

“যেই ভালোবাসার জন্য মানুষ অবহেলা সহ্য করে, সেই অবহেলার জন্যই মানুষ ভালোবাসা ত্যাগ করে”

 

Love life

“যেই ভালোবাসার জন্য মানুষ অবহেলা সহ্য করে, সেই অবহেলার জন্যই মানুষ ভালোবাসা ত্যাগ করে” 

ভালোবাসার জন্য মানুষ প্রচন্ডরকম অবহেলা পেয়েও তার ভালোবাসার মানুষটির কাছে থাকতে শুরু করে। শুধুমাত্র এটুকু আশা নিয়ে, একদিন তার ভালোবাসা সব অবহেলা আকাশে উড়িয়ে দিবে। সুন্দর হবে প্রতিটি সকাল। প্রত্যাশায় ভরে উঠ ঘরখানি। জীবনের সব না পাওয়া উপেক্ষা করে ভালোবাসার মানুষের মুখের হাসিতে থমকে যাবে সমস্ত দীর্ঘশ্বাস। স্বপ্নের মতো হবে সবকিছু।

কিন্তু প্রকৃতির নিয়মে পরিবর্তিত হওয়া স্বভাবে আবহাওয়ার মতো ঋতুর পরিবর্তন ঘটতে থাকে মানুষের মনেও। একদিন কনকনে শীতের রাতে কিংবা চৈত্রের খড়ায় দুপুরের রোদের তাপে দাঁড়িয়ে মনে হতে থাকে এত অবহেলা কেনো সহ্য করছি!! ভালোবাসা আমাকে কী দিয়েছে!  

যে ভালোবাসার জন্য এত অবহেলা সহ্য করে অতিবাহিত করেছে অনেকগুলো বছর, হঠাত করেই সেই অবহেলার সমস্ত কল্প চিত্র এক নিমিষেই মনের মধ্যে ভেসে উঠে সিনেমার সিকুয়েন্সের মতো। একটার পর একটা দৃশ্য আসতে থাকে এবং মনে করিয়ে দিতে থাকে, কি সে করেছে এতদিনে।

একটা সময় পরে সেই অবহেলার কারণে মানুষ ভালোবাসা ভুলতে শুরু করে। দুরত্বের লাগাম টেনে আর কাছাকাছি নিয়ে আসা যায়না। স্রোতের মতো কেবল ধাবিত হতে থাকে অন্যমুখী হয়ে। পৃথিবীতে সব সম্ভব, অনাকাঙ্খিত অনেক কিছুই ঘটে। ভালোবাসা সুন্দর হোক সমস্ত কিছুর বাইরে গিয়ে।  

- শাকিল আহমেদ রেদওয়ান

- April 12, 2023

Wednesday, April 26, 2023

তুমি ভুলে যাবার অনুমতি চাইলে, আমি চুপ করে রইলাম

 

তুমি ভুলে যাবার অনুমতি চাইলে, আমি চুপ করে রইলাম। তুমি অনুমতি না পেয়ে হতাশ হয়ে ফিরে গেলে। তোমার চলে যাওয়া দেখতে দেখতে সন্ধ্যা নেমেছিলো। তুমি চলে যাবার পরেই মেঘ করেছিলো আকাশে। সন্ধ্যা নামতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। ঝুম বৃষ্টি। অঝোড় ধারায় বৃষ্টি শেষে হঠাত করেই থেমে গেলো পুরো শহর। নিস্তব্দ হয়ে গেলো এক নিমিশেই। আমি হাতের সিগারেট শেষ করে ক্ষুদা নিয়েই ঘুমাতে গেলাম। ঘুম হয়নি সে রাতে। শুধু বারবার ভেসে উঠেছিলো তোমার কাজল কালো আঁখি দুটো। কি মায়াবী চোখ। অথচ আজকে তুমি চোখ মুখ শক্ত করে ভুলে যাবার অনুমতি চাইছো! আসলে কাউকে ভুলে যাবার জন্য এভাবে অনুমতি চাওয়াটা আমার কাছে নতুন লেগেছিলো। জানিনা এর আগে কেউ কারো কাছে চেয়েছিলো কিনা! 

এরপর কেটে গেলো অনেকট সময়। আমি সে শহর ছেড়ে চলে গেলাম অন্য শহরে। আমাদের যোগাযোগ নেই বহুদিন, প্রায় ১৭ বছর হতে চললো। নিজের সকল পরিচয় গোপন করে বাঁচতে লাগলাম যাযাবরের মতো। তুমি চিঠি লিখেছিলে এর মাঝে। আমার ঠিকানায় চিঠি পৌছেছিলো ঠিকঠাক। কিন্তু কোনো উত্তর পাওনি। কারণ সে চিঠিগুলো আমার হাতে পৌছায়নি। আর আমার হাতে এলেও, উত্তর পেতে না। একবারের জন্যও আমার কখনো জানতে ইচ্ছে হয়নি তুমি কেমন আছো। কি করছো, বা কোথায় আছো! আমার এসব কোনোকিছুই জানার আগ্রহ জন্মায়নি। যাযাবরের জীবনকে এত আপন লাগতেছিলো। কিন্তু হঠাত করেই বুকের ব্যথাটা বেড়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। 

তুমি ভুলে যাবার অনুমতি কেনো চেয়েছিলে ? তা তো বলে গেলেনা! আমি কি তোমাকে অনুমতি দেইনি বলে ভুলতে পারো নি? আসলে কি সহজে কাউকে ভুলে থাকা যায়? পেরেছো কী! 

বলেছিলাম বুকের ব্যথাটা বেড়েছে। এর আগে গ্যাস্ট্রিকের সমস্যা বলেছিলো কবিরাজ। ওষুদপত্র দিয়েছিলো কিছু। ঠিকঠাক ওষুদ খেতেও আমার সহ্য হয়না। 

আজ এখানে আবার বৃষ্টি নেমেছে বহুদিন পরে। এই শহরের মানুষগুলো বড্ড ব্যস্ততায় সময় পার করে। কেউ কাউকে দেখার সুযোগ নেই। দোতলা বাড়ির ছাঁদে বসে আছি। শ্যাওলা জমে একাকার। বাড়িতে কেউ থাকেনা আজকাল। ভদ্র লোকের দুই ছেলেই লন্ডনে থাকে। এক মেয়ে, জামাই সহ আমেরিকায় থাকে। একজন কেয়ারটেকার বাড়ির পাহারা দেয়। নিজের অন্য একটা বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকে। দোতলা বাড়িতে চারটে রুম সম্ভবত আছে। আমি একটা রুমে থাকি। বিদ্যুতের সমস্যা হয় প্রায়ই। পানির সমস্যা খুব একটা হয়না। তবে যেটুকু হয় তাতে মানিয়ে নেয়া যায়। ভাড়া তুলনামূলক কম দিয়েই চলতে পারি।

কিছুদিন হলো মনেহচ্ছে আলোবাতাস ছেড়ে চলে যেতে হবে অন্ধকারে। খুব একা লাগছে নিজেকে। শক্তিহীন হয়ে পড়ছি দিন দিন। কোনো কাজেই আর মন বসছে না। 

ভালোবেসেছিলে কি আমাকে? জীবনে ভালোবাসা ছেড়ে যাওয়ার অসহায়ত্ব কি ভয়ংকরভাবে মানুষকে স্তব্দ করে দিতে পারে। আজকে সম্ভবত কিছুটা উপলব্ধি করতে পারছি। আমি তোমাকে ভালোবেসেছিলাম। ক্ষমা করো আমাকে। ভালোবাসলে ধরেও রাখতে হয়। পারিনি হয়তো। এই অপরাধবোধ আমাকে শেষমেশ শেষ করেই দিবে। অন্ধকার বেড়েই চলছে। আজকের আকাশে কি চাঁদ নেই? 

#ভালোবাসারঅনুভূতি 

লিখাঃ শাকিল আহমেদ রেদওয়ান

২৫ এপ্রিল ২০২৩


Saturday, April 22, 2023

আমার জন্ম মাটির গ্রামে। আমার বেড়ে উঠাও এই কাঁদা মাটির গন্ধ মেখে

 

Photo: Shakil Ahmed | at: Elisha Feri Ghat | Bhola

আমার জন্ম মাটির গ্রামে। আমার বেড়ে উঠাও এই কাঁদা মাটির গন্ধ মেখে। আমার সব স্মৃতিও জমেছে খাল বিল আর রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থাকা তালগাছের সাথে, ছোট কালবার্টের সাথে। শীতের সকালের অন্ধকার হয়ে থাকা মেঘের মতো শিশিরের সাথে। কালবৈশাখীর দুপুরের সাথে। আমার অনেক অনেক স্মৃতি জমেছে বড় পুকুরের পানিতে সাতার দিতে দিতে। 

ধোয়া উঠা গরম ভাত আর ইলিশের ঝোলের সাথে। বর্ষায় টুপটাপ বৃষ্টিফোঁটা টিনের চালের আওয়াজের সাথে।

আমার স্মৃতি জমেছে পরিবারের সাথে, খুনসুটিতে। 

আমার স্মৃতি জমেছে, বাবার ঘামে ঝড়া কষ্টের টাকার সাথে, মায়ের আচলের সাথে, ভালবাসার সাথে, ভাই বোনের আদরের সাথে।  

আমি এমন অজস্র সন্ধ্যা ভোর কাটিয়েছি আমার প্রানের জন্মস্থানের সাথে, যেখানে আমি বারংবার ফিরে আসি, নদীর পাড়ে একাকী বসে থাকার কৌতুহলে। আমার অনেক স্মৃতি জমেছে মেঘনা নদীর পাড়ের স্নিগ্ধ বাতাসের সাথে। 

আমার হাজারো স্মৃতি জমেছে যেখানে, দু এক বাক্যে শেষ হবেনা বলেই শুধু অনুভবের দুয়ার খুলে চুপচাপ ভাবতে থাকি! 

কি পেয়েছি আর না পেয়েছি জীবনে, সেসব মিথ্যে! আমি এমন অনেক কিছুই পেয়েছি, যা আমাকে বারবার বাঁচতে শিখাবে! ভালোবাসি এ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশকে। 

#প্রানেরজন্মস্থান 

#ভোলা #village #ভোলাজেলা #Bhola 

২৩ এপ্রিল ২০২৩