বিজয় দিবসে হিন্দি গান বাজিয়ে ড্যান্সের পার্টি করা! পিছনে বড় ব্যানারে ঝুলছে "মহান বিজয় দিবসের শুভেচ্ছা"
আসলে আমরা নামের দেশপ্রেমিক সেটা বোঝাই যাচ্ছে! হুজুগে বাঙালী কথাটা এমনে এমনেই আসেনি।
যখন কেউ বলে বাঙলা আমার মায়ের ভাষা, আমি বাঙলা ভালোবাসি! তখন মনেহয় তোমার মনেও ইংরেজীর প্রেম উথলে উঠতেছে স্পষ্ট বুঝা যাচ্ছে! "আই লাভ মাই কান্ট্রি"
,
লক্ষ্য করলে দেখা যাবে আমরা নিজেদের দেশকে যতটা না ভালোবাসতে পেরেছি, তারচেয়ে বেশী ভালোবেসে ফেলেছি অন্যদেশের সংস্কৃতি, সভ্যতাকে! আমরা নিজেদের ঐতিহ্য, সম্মান, সংস্কৃতির কথা যতটা বলি, তারচেয়ে বেশি আলোচনায় থাকে অন্যদেশের।
আমরা যখন বাংলায় কোন একটা জিনিসের নাম বলি, সেটাকে ইংরেজীতে বললে বেশি স্মার্ট মনেহয়!
,
শুদ্ধ করে বাংলা বলতে না জানা অনেক লোকই হিন্দি কিংবা অন্য ভাষায় পারদর্শী রয়েছেন! হ্যাঁ, অন্য ভাষা, সংস্কৃতি, সভ্যতা, জানাটা অন্যায় নয়! তবে তখনি খারাপ লাগে, যখন নিজেরাই নিজেদের দেশটাকে ভালোবাসতে পারিনা মন থেকে।
,
বিজয়ের উল্লাসে হারিয়ে গিয়ে নিজেদের শেকড় ভুলে গেলে চলবে কি করে! আগে নিজেকে ভালবাসতে হবে, নিজের দেশকে, নিজের দেশের মানুষ, সংস্কৃতি সভ্যতা , এরপরেই অন্যসব!
No comments:
Post a Comment