Saturday, February 6, 2021

সফলভাবে ৮টি বছর শেষ করে ৯ম বর্ষে ভালোবাসার প্রিয়শপ!

৯ম বর্ষে প্রিয়শপ

যখন কোন শিশু জন্মগ্রহন করে। তখন পিতামাতা অনেক খুশি হয়ে থাকেন, কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন নিজ হাতে। মানুষ করার জন্য প্রানপনে চেস্টা করেন নিয়মিত। প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সুখ বিসর্জন দিয়ে সারাক্ষন চিন্তা করেন সন্তানের জন্য! শুধুমাত্র সন্তান ভালো পর্যায়ে যাবে জীবনে, মানুষের মতো মানুষ হবে, এই প্রত্যাশায়। 

নিজ হাতে যত্নে গড়া কোনো কিছু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, আবেগ মিশে থাকে। থাকে পরিপূর্ণ ভালোবাসা, মায়া মমতা এক নিগুড় অনুভুতির জন্ম নেয়া সেই বস্তুটি কিংবা ভালোবাসার জিনিসের পূর্ণতা মনে প্রশান্তির সৃষ্টি করে! দিনশেষে ভালোলাগা যেনো মিশে থাকে প্রতিটি পদক্ষেপে! 

তেমনি এক ভালোবাসা মিশ্রিত অনুভুতির নাম "প্রিয়শপ" যেখানে প্রত্যেকটি কদমে লেগে আছে অন্যরকম এক ভালোলাগা, অনুপ্রেরণা। রয়েছে অনেক বাধা বিপত্তির গল্প, কষ্ট করে লালন পালনের গল্প! 

প্রিয়শপ ডট কম এর ৯ম বর্ষে পদার্পণের গল্পটা খুব সহজ নয়।  অনেক কঠিন এবং যুদ্ধ মোকাবিলা করেই আজকের এই অবস্থানে এসে পৌচেছে। দীর্ঘ ৮ বছরের পথচলায় রয়েছে অনেক পাওয়া না পাওয়া, অর্জন বিসর্জনের প্রকাশিত অপ্রকাশিত গল্প। যার ধারাবাহিকতা চলতে থাকবে যুগ যুগান্তরে। যার মাধ্যমে তৈরি হবে লক্ষ কোটি মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি ভরসার স্থান। জীবন পরিচালনার একটি উল্লেখযোগ্য নাম। যার কৃতিত্ব থাকবে সমাজের উচ্চস্থান থেকে নিম্ন থেকে নিম্নস্তরের সবার জন্য। যার মাধ্যমে উপকৃত হবেন ছোট বড় সবাই। প্রিয়শপ হয়ে উঠবে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। 

প্রিয়শপ ডট কম এর ৯ম বর্ষে পদার্পণ উপলখ্যে প্রথমত সেই মানুষগুলোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, যার এবং যাদের স্বপ্ন দেখা, এবং সেই স্বপ্নের পিছনে লেগে থেকে কাজ করার ফলে আজ আমরা সবাই পেয়েছি এমন সুন্দর একটি প্রিয় প্লাটফর্ম, একটা প্রিয় পরিবার, একটি প্রিয় বিশ্বাসের জায়গা, একটি অবিচ্ছেদ্য নাম! তাদের প্রতিও কৃতিজ্ঞতা, যারা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন অবিরাম। যারা পাশে থেকে দূরে কিংবা কাছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগীতা করে যাচ্ছেন এই পথ চলার সঙ্গী হয়ে! চেস্টা করে যাচ্ছেন দিনরাত মানুষের কল্যানের জন্য একটা নির্ভরযোগ্য নাম তৈরি করতে।  

সততা, নির্ভরযোগ্যতা,বিশ্বাস এবং সেবার সমন্বয়ে যেই পথচলার অঙ্গীকার, তা আরো বহুদুর ছাড়িয়ে পৌছে যাবে সফলতার চূড়ায় সকল বাধা অতিক্রম করে, সেই কামনা করছি।  ধারাবাহিকতা বজায় রেখে মানুষের হৃদয়ে জায়গা করে নিবে চিরদিনের জন্য। 

শুভ জন্মদিন প্রিয় প্রিয়শপ। হাজার বছর টিকে থাকতে হবে তোমাকে, মানবতার মাঝে, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে, মানুষের জন্য উপকারের নাম হয়ে! 

প্রিয়শপের জন্মদিন উপলক্ষ্যে একটাই কামনা, একটা চাওয়া। প্রিয়শপ অনেক দূর এগিয়ে যাবে, প্রিয়শপের সাথে যুক্ত থাকা সকলকে নিয়ে একসাথে একই পথে! 
শুভ জন্মদিন প্রিয়শপ ডট কম। 




2 comments:

  1. আমার ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রিয়শপে আটকে আছে। পরের টাকা আটকিয়ে রেখে জনপ্রিয়তা অর্জন করা যায় না।

    ReplyDelete
  2. ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফারের অংশগ্রহণ করে 70 হাজার টাকার কেনাকাটা করেছিলাম,তারপর ওই ক্যাশব্যাকের টাকা দিয়ে বেশ কয়েকবার পণ্য কিনার পরেও প্রোডাক্ট ডেলিভারি পাইনি এখনো পর্যন্ত

    ReplyDelete