Thursday, July 22, 2021

ওয়েব সিরিজ মহানগর নিয়ে যত কথা। বাংলা ফিল্মে পরিবর্তনশীল কিছু।

 

#মহানগর ওয়েব সিরিজ।

ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড মনোযোগ দিয়ে বুঝার চেস্টা করছিলাম যে পরবর্তী সীন কি ঘটতে যাচ্ছে! 

সাবলীল অভিনয়, চরিত্রগুলোকে সুন্দরভাবে উপস্থাপনের মধ্য দিয়ে একটি দারুণ কাজ দেখতে পেলাম। 

আমি এমনিতেই মুভি নাটক দেখার ব্যাপারে খুবই অলস একজন মানুষ। তবুও এটা দেখে শেষ করলাম বলে নিজেকে একটা ছোট্ট থ্যাংকস দিলাম। 

কিছু কিছু  জায়গায় আরো বেশি মনোযোগী হওয়া দরকার ছিলো বলে মনে হয়।

তবে সিরিজের নামের সাথে মিল রাখতে গেলে, আমাদের এই মহানগরে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। হয়তো সেখান থেকেও আরো কিছু গল্প পিক করা যেতো। যদিও সময় স্বল্পতা ছিলো। আশাকরি পরবর্তী পর্বে সেটা আরো ভালোভাবে ফুটে উঠবে।

মহানগরের মানুষের জীবনযাত্রায় রয়েছে আরো অনেক অনেক রঙ, সমস্যা, ভোগান্তি! 

মোশাররফ করিম, জাকিয়া বারি মম, সহ সবার অভিনয়ই ভালো লেগেছে। 

ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেয়ার জন্য নির্মাতাকে দর্শককূলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং শুভকামনা তার জন্য! 

বেশি কিছু আর বলার নেই। বলতেও পারবোনা, কারণ আমি মুভির রিভিউ রাইটার নয়! 

তবে এটা বলতে পারি, সময় নিয়ে দেখলে খারাপ লাগবেনা আশাকরি।


Comment: 

Md Nesharuddin

ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম সম্ভবত একজনই। তাকে দিয়ে এতো দারুণ চিত্রায়ণ আর কোনো ডিরেক্টর করেছে কিনা আমার জানা নেই। শিল্পী নির্বাচনের দিক থেকে ডিরেক্টর সেরাদের কাতারে।

Shakil Ahmed

একজন ওসির শারিরিক অঙ্গভঙি থেকে শুরু করে প্রচলিত বিশেষ দিক গুলো সুনীপুন ভাবে সে তার চরিত্রের মাধ্যমে প্লে করেছে! এক কথায় নিখুত অভিনয়!

তবে সৎ যেসব পুলিশ অফিসার আছে তাদেরকে হয়তো আমরা কখনো দেখতে পাইনা সামনা সামনি।

কিন্তু এস আই মলয় যে চরিত্রটা প্লে করেছে, সেটার বাস্তবতা থাকলেও খুবই কম। সবাই বসের কথা শুনেই অভ্যস্ত, বসের কথার বাইরে যাওয়া, কিছু করা এটা বিরল। অভিনয় ভালো ছিলো!


Sunday, May 30, 2021

এমাজন গুগল কি আসলেই বাংলাদেশে আসতেছে?

 


#এমাজন #গুগল বাংলাদেশে আসতেছে এই নিয়ে ভাইরাল হওয়া নিউজটা অনেকেই ভুলভাবে বুঝতেছে হয়তোবা! আসল কথা হচ্ছে এমাজন সরাসরি কোন ই কমার্স,   কিংবা গুগল এখনি সরাসরি বাংলাদেশে কোন বিজনেস স্টার্ট করছেনা। অলরেডি তাদের যে ওয়েব বিজনেস গুলো চলছে,  (Amazon Prime, Netflix, AWS service, Google AdSense, Google ads,) ইত্যাদি, এবং ভালো পরিমান একটা প্রফিট জেনারেট করে নিচ্ছে, সেটার জন্যই মূলত বাংলাদেশ সরকারের নির্দেশে ট্যাক্স প্রদানের জন্য BIN (Business Identification Number) রেজিস্ট্রেশন করেছে NBR ( National Board of Revenue) এ বাংলাদেশকে ভ্যাট প্রদানের জন্য। এবং বাংলাদেশকে তাদের একটা বিজনেস কান্ট্রি হিসেবে রিকোগনাইজ করা শুরু করেছে। 

হয়তোবা, 

হয়তোবা ভবিষ্যতে বড় পরিসরে অফিস কিংবা রিজিওন্যাল অফিস নিয়ে চিন্তাভাবনা করার প্লান করতেও পারে। অথবা তারা কোনো এজেন্সির মাধ্যমে কাজকর্ম পরিচালনা করতে পারে। 

যদিও বাংলাদেশের মার্কেটে অলরেডি খুব ভালো পরিমান ই-কমার্স রয়েছে। এমাজন যদি আসেও, তাহলে আমরা হয়তো আরো ভালো কোয়ালিটি সার্ভিসের দিকে এগিয়ে যেতে সক্ষম হতে পারি।

নিঃসন্দেহে এটি একটি পজেটিভ স্টেপ বাংলাদেশের জন্য। 

Saturday, May 22, 2021

প্রথম আলো সহ দেশের সকল নিউজ মিডিয়া প্রিয়শপময়। আসছে প্রিয়শপ ডটকমের বিগেস্ট শপিং ডে ২৩-২৪ মে।


গ্রাহকদের অনলাইনে শপিং অভিজ্ঞতাকে আরো বেশি স্মরনীয় করার জন্য জমকালো আয়োজনে প্রিয়শপ ডট কম নিয়ে আসছে সবচেয়ে বড় কেনাকাটা উৎসব। ‘শর্ট বাজেটে বিগ শপিং’ স্লোগান নিয়ে বিগেস্ট শপিং ডে ২৩-২৪ মে ২০২১ ।
গ্রাহকগন তাদের স্বপ্নপূরণে আরো এক ধাপ এগিয়ে  প্রিয়শপ ডট কম থেকে কম বাজেটে কেনাকাটা করতে পারবেন নিজের পছন্দের সব পণ্য। থাকছে দ্বিগুন টাকা ভাউচার সহ বিভিন্ন ক্যাটাগরিতে অবিশ্বাস্য পরিমান ছাড়ে প্রয়োজনীয় পন্য সুযোগ।
প্রিয়শপ ডটকমে মূল্য পরিশোধের জন্য রয়েছে বাংলাদেশে প্রচলিত সকল প্রকার পেমেন্ট অপশন।

এই আয়োজন নিয়ে দেশীয় প্রায় সকল নিউজ মিডিয়া মেতে উঠেছে গ্রাহকদেরকে অবহিত করার জন্য। পৌছে দেয়ার জন্য গ্রাহকদের কাছে প্রিয়শপ ডট কম এর এ বিশাল আয়োজনের বার্তা।
আশা করা যাচ্ছে গ্রাহকগন খুব সহজেই লুফে নিতে পারবেন তাদের জন্য আয়োজন করা এই উৎসবের সকল সুবিধা। 







প্রিয়শপ ডটকম দেশীয় শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম। হাজারেও বেশি ব্র্যান্ড ও লক্ষাধিক পণ্যের সমাহার প্রিয়শপ ডটকমে।  জাতিসংঘের গবেষণায় ই-কমার্স খাতের আদর্শ মডেল হিসেবে প্রিয়শপ ডটকমের নাম উঠে এসেছে ইউএনসিটিএডি বাংলাদেশ অ্যাসেসমেন্ট প্রতিবেদনে।

এছাড়া ২০২০ সালে সিংঙ্গাপুরে সেরা দশ স্টার্টআপ এশিয়া, ২০১৯ সালে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার, ২০১৮ সালে ইন্ডিয়া হতে সুপার স্টার্টআপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি


এই আয়োজনে সহযোগী অনেকের মধ্যে কিছু উল্লেখযোগ্য নিউজ লিংক সমুহঃ  

দেশের শীর্ষস্থানীয় নিউজ মিডিয়া সহ যারা সম্পৃক্ত হয়েছেন প্রিয়শপের এই বিশাল আয়োজনে। তাদের সকলকে প্রিয়শপ ডট কম এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, আশাকরছি প্রিয়শপ ডট কম  সফলভাবে একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে গ্রাহকদের আস্থা এবং ভালোবসা সঙ্গে নিয়ে।

অনলাইনে কেনাকাটা হয়ে উঠুক আরো বেশি সহজ, সুন্দর, আনন্দময়!

প্রিয়শপ ডট কমে শপিং নিয়ে জানাতে পারেন আপনার অভিজ্ঞতার কথা, শেয়ার করতে পারেন আপনার মন্তব্য, কি চাচ্ছেন প্রিয়শপ থেকে।  





Wednesday, May 12, 2021

ঈদের খুশিকে বিলিয়ে দেয়ার জন্য প্রিয়শপ পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটি উদ্দ্যেগ!

ঈদের খুশি বিতরণ।

ঈদের খুশিকে বিলিয়ে দেয়ার জন্য প্রিয়শপ পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটি উদ্দ্যেগ! তবুও হাসি ফুটেছে কিছু মানুষের মুখে।মুসলিম উম্মাহর জন্য এক বিরাট উপহার  আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ যখন তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে সর্বোচ্চ দিয়ে চেস্টা করে যাচ্ছে। কেউ কেউ কর্মস্থল ছেড়ে পাড়ি জমাচ্ছে নিজেদের পরিবারের কাছে। আবার কারো পরিবার বলতে কিছুই নেই। 

যে মানুষগুলোর দিন কিংবা রাত, বৃষ্টি কিংবা রোদ সবকিছুর মধ্যেই নিজেদেরকে সংগ্রামের মধ্যে রাখতে হয়। দিনশেষে একটা আশ্রয়স্থল বলতে রাস্তার পাশে, কিংবা পার্কে, ব্রিজের নিচে অস্থায়ী বাসা! তাদের মুখে হাসি ফুটানো অনেক সহজ। তাদের অল্পই চাওয়া। অল্পতেই সন্তুষ্টি মিলে তাদের মনে। তবুও চাই তাদের জীবনে একটা স্থায়ী সমাধান আসুক! 

যারা পরিবার ছাড়া নিজেরা বাঁচতে শিখেছে, যাদের স্বপ্ন বলতে পেটপুরে একবেলা খাবারের, সকালের খাওয়ার পরে চিন্তা করতে হয় দুপুরে কি খাবে! তাদের জন্য ছোট্ট উপহারটুকুও অনেক কিছু। প্রিয়শপ চেস্টা করেছে সাধ্যমতো তাদের মুখে হাসি ফুটানোর জন্য! 

প্রিয়শপ ডট কম, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত আছে এক লাখেরও বেশি পরিবারের সাথে। যাদের আয়ের একটা উৎস তৈরি করতে পেরেছে প্রিয়শপ। কাজ করে যাচ্ছে এই সংখ্যাটাকে আরো কয়েকগুন বাড়ানোর জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে। 

আর যুক্ত থাকা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। সেক্ষেত্রে বিবেচনা করলে প্রিয়শপ ডট কম হতে যাচ্ছে নিম্ন আয়ের মানুষদের আয় বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম। 

আশাকরি এ সংখ্যাটা ছাড়িয়ে যাবে কোটিতে। 


একটা পরিসংখ্যানে দেখা গেছে, 


বাংলাদেশে  দারিদ্র্য হার ২০.৫ এবং হত দারিদ্র্য হার ১০.৫


বেশি হতদরিদ্র আছে—এমন ১০ দেশের তালিকা প্রকাশ করেছে  বিশ্বব্যাংক। 

• যাঁদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাঁরা হতদরিদ্র

• এটা আন্তর্জাতিক দারিদ্র্যরেখা হিসেবে বিবেচিত

• বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ 

• নিম্ন মধ্যম আয়ের দেশ বিবেচনায় এই সংখ্যা ৮ কোটি ৬২ লাখ

• বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় ঢুকে গেছে

অতিধনী বৃদ্ধির হারের দিকে বাংলাদেশ বিশ্বে প্রথম। ধনী বৃদ্ধির হারে তৃতীয়। দ্রুত মানুষের সম্পদ বৃদ্ধি বা ধনী হওয়ার যাত্রায় বাংলাদেশ এগিয়ে থাকলেও অতিগরিব মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অতিগরিব মানুষের সংখ্যা বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে ২ কোটি ৪১ লাখ হতদরিদ্র মানুষ আছে।

সূত্রঃ প্রথম আলো! 


বাংলাদেশে যে পরিমান দরিদ্র রয়েছে, এবং তাদের বেশিরভাগের আয়ের মাধ্যম হলো শ্রম, তাই শ্রমের মূল্য বাড়িয়ে, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত পন্যের সঠিক মূল্য নির্ধারণ, রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টনের মাধ্যমে এই সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব! অন্যথায় ঝুকির মুখে পড়বে বাংলাদেশ! 


প্রিয়শপ ডট কম এর মতো আরো যারা রয়েছে, যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যারা কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান আরো সহজ করার জন্য,  সকলের পক্ষ থেকে এসব শ্রমজিবী গরীব অসহায় মানুষদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। বাংলাদেশ এগিয়ে যাক একসাথে সবাইকে নিয়ে। 


⭐ঈদ মোবারক!⭐

Saturday, February 6, 2021

সফলভাবে ৮টি বছর শেষ করে ৯ম বর্ষে ভালোবাসার প্রিয়শপ!

৯ম বর্ষে প্রিয়শপ

যখন কোন শিশু জন্মগ্রহন করে। তখন পিতামাতা অনেক খুশি হয়ে থাকেন, কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন নিজ হাতে। মানুষ করার জন্য প্রানপনে চেস্টা করেন নিয়মিত। প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সুখ বিসর্জন দিয়ে সারাক্ষন চিন্তা করেন সন্তানের জন্য! শুধুমাত্র সন্তান ভালো পর্যায়ে যাবে জীবনে, মানুষের মতো মানুষ হবে, এই প্রত্যাশায়। 

নিজ হাতে যত্নে গড়া কোনো কিছু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, আবেগ মিশে থাকে। থাকে পরিপূর্ণ ভালোবাসা, মায়া মমতা এক নিগুড় অনুভুতির জন্ম নেয়া সেই বস্তুটি কিংবা ভালোবাসার জিনিসের পূর্ণতা মনে প্রশান্তির সৃষ্টি করে! দিনশেষে ভালোলাগা যেনো মিশে থাকে প্রতিটি পদক্ষেপে! 

তেমনি এক ভালোবাসা মিশ্রিত অনুভুতির নাম "প্রিয়শপ" যেখানে প্রত্যেকটি কদমে লেগে আছে অন্যরকম এক ভালোলাগা, অনুপ্রেরণা। রয়েছে অনেক বাধা বিপত্তির গল্প, কষ্ট করে লালন পালনের গল্প! 

প্রিয়শপ ডট কম এর ৯ম বর্ষে পদার্পণের গল্পটা খুব সহজ নয়।  অনেক কঠিন এবং যুদ্ধ মোকাবিলা করেই আজকের এই অবস্থানে এসে পৌচেছে। দীর্ঘ ৮ বছরের পথচলায় রয়েছে অনেক পাওয়া না পাওয়া, অর্জন বিসর্জনের প্রকাশিত অপ্রকাশিত গল্প। যার ধারাবাহিকতা চলতে থাকবে যুগ যুগান্তরে। যার মাধ্যমে তৈরি হবে লক্ষ কোটি মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি ভরসার স্থান। জীবন পরিচালনার একটি উল্লেখযোগ্য নাম। যার কৃতিত্ব থাকবে সমাজের উচ্চস্থান থেকে নিম্ন থেকে নিম্নস্তরের সবার জন্য। যার মাধ্যমে উপকৃত হবেন ছোট বড় সবাই। প্রিয়শপ হয়ে উঠবে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। 

প্রিয়শপ ডট কম এর ৯ম বর্ষে পদার্পণ উপলখ্যে প্রথমত সেই মানুষগুলোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, যার এবং যাদের স্বপ্ন দেখা, এবং সেই স্বপ্নের পিছনে লেগে থেকে কাজ করার ফলে আজ আমরা সবাই পেয়েছি এমন সুন্দর একটি প্রিয় প্লাটফর্ম, একটা প্রিয় পরিবার, একটি প্রিয় বিশ্বাসের জায়গা, একটি অবিচ্ছেদ্য নাম! তাদের প্রতিও কৃতিজ্ঞতা, যারা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন অবিরাম। যারা পাশে থেকে দূরে কিংবা কাছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগীতা করে যাচ্ছেন এই পথ চলার সঙ্গী হয়ে! চেস্টা করে যাচ্ছেন দিনরাত মানুষের কল্যানের জন্য একটা নির্ভরযোগ্য নাম তৈরি করতে।  

সততা, নির্ভরযোগ্যতা,বিশ্বাস এবং সেবার সমন্বয়ে যেই পথচলার অঙ্গীকার, তা আরো বহুদুর ছাড়িয়ে পৌছে যাবে সফলতার চূড়ায় সকল বাধা অতিক্রম করে, সেই কামনা করছি।  ধারাবাহিকতা বজায় রেখে মানুষের হৃদয়ে জায়গা করে নিবে চিরদিনের জন্য। 

শুভ জন্মদিন প্রিয় প্রিয়শপ। হাজার বছর টিকে থাকতে হবে তোমাকে, মানবতার মাঝে, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে, মানুষের জন্য উপকারের নাম হয়ে! 

প্রিয়শপের জন্মদিন উপলক্ষ্যে একটাই কামনা, একটা চাওয়া। প্রিয়শপ অনেক দূর এগিয়ে যাবে, প্রিয়শপের সাথে যুক্ত থাকা সকলকে নিয়ে একসাথে একই পথে! 
শুভ জন্মদিন প্রিয়শপ ডট কম।