Thursday, August 18, 2022

আমি ঘর হারা মানুষ | আমার আবার দুঃখ কিসের ? | শাকিল আহমেদ


                                    আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। 

বৃষ্টিতে ঝুমঝাম কইরা আকাশ থাইকা পানি পড়ে।

মেঘ দেখলে ভয় লাগে। ছেড়া কাথা কম্বল ভিজে গেলে শুকাইতে সময় লাগে। 

মেঝেতে বসতে, কাজ করতে কষ্ট হয়। 

ট্রেনের আওয়াজে রাতে ঘুম হয়না ঠিকঠাক। 

ক্ষুদার জ্বালায় অনেক রাত কাটাইছি বইসা বইসা। 

আকাশের দিকে তাকাইয়া দেখি আমার মতো অনাহারে একটা তারা চোখের পানি ছাড়তাছে। 

নিজের দুঃখ ভুইলা যাই। 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

দুইবেলা ভাত জুটেনা বইলা নিজেরে দুঃখী কমু? 

এই সাহস আমার হয়নাই এখনো। 

দুঃখ বুঝার জন্য তো সুখ চিনতে হয়! আমি তো সুখই চিনতে পারলাম না। 

জীবনে সুখ কারে কয়, সেইটা অনুভব করার মতো অনুভুতি শক্তি তো আমার নাই। 

কেউ কখনো আমারে সুখ দুঃখ চিনাইতে আসেনাই। 

আমিও কখনো এসব শিখার জন্য স্কুল কলেজে যাইনাই।

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

ঠিক ঘর হারাও বলা যায়না। আমার আসলে কখনো ঘর ছিলো কিনা জানি না। 

পূর্বপুরুষগন কি ঘরে থেকেছেন! হয়তোবা না। কিংবা হ্যাঁ। 

তবে একটা ঘর বাধার স্বপ্ন আছে। মাটির ঘর। 

মাটির ঘরের দেয়াল উঠানো যায়। ছাঁদ ও দেয়া যায় হয়তো। 

তখন বলতে পারবো আমার মাথার উপর ছাঁদ আছে। 

মাটির ঘর তুলতে কেমন খরচ পড়বে জানা নাই। 

কই থেইকা জানুম এটার খরচ কেমন?  সেইটাও জানিনা! 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

একটা সুখের শহর দেখার ইচ্ছা হয় মাঝেমধ্যেই। 

কিন্তু আবার ভয় পাই। যদি দুঃখ চিনে ফেলি। 

শুনেছি, দুঃখের ভয়ে মানুষ নাকি জীবন থেকে পালাইবার চায়। 

আমার জীবনে সুখ দুঃখের কোনো উপস্থিতি টের না পাইলেও মানুষের ব্যস্ততা দেইখা ভাবতে থাকি, জীবনে ব্যস্ততাই বুঝি সুখের সংজ্ঞা নিয়া আসে? নাকি দুঃখের!

রোদ বৃষ্টি মাথায় নিয়া ঘুরি।  ক্ষুদা এখন অভ্যাসে পরিনত হয়েছে। চোখে কোনো রঙিন স্বপ্ন নাই। 

আমার একটাই ইচ্ছা, আমার মতো মানুষগুলারে যদি কোনোদিন পেট ভইরা খাওয়াইতে পারতাম! 

কিন্তু কিভাবে? 

                        আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

অনেক মানুষের কান্নার আওয়াজ শুনি নিয়মিত।

খাবারের জন্য মারামারিও করে।

টিভিতে দেখি একজন মানুষ আরেকজনের মেরে ফেলতেছে। 

অথচ তাদের নাকি প্রচুর অর্থবিত্ত আছে।

কেউ কেউ তো শুনি নিজের মা বাবারেই মাইরা ফেলতেছে। 

আমার তো কোন টাকা পয়সা নাই। দুঃখ নাই, সুখ ও নাই।

 এসব নিয়া ভাবতেও ভালো লাগেনা। মাথার উপর বৃষ্টি ঠ্যাকানোর মতো কোনো ছাঁদ নাই।

 মানুষ বৃষ্টিবিলাশ করে আনন্দ কইরা। আমি বৃষ্টি বিলাশ করি জীবন ভাইবা। 

                        আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। বাড়ি ফেরার তাড়া নাই। যেখানে রাত, সেখানেই প্রভাত! 

তোমাদের উজ্জ্বল ভুবনে আমার মতো অন্ধকারের জায়গা নাই।  


নামঃ ঘর হারা মানুষ!

লেখাঃ শাকিল আহমেদ

Sunday, August 14, 2022

কবিতাঃ শৈল্পিক অবলোকন | Shakil Ahmed

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, তা সত্যিই বিস্ময়কর! 

আমার হৃদপিন্ডের সাথে হঠাত কেমন অপরিচিত মেলামেশা, ঝড়ের মতো বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবেগ।

ঢেউ উঠে যায় ক্ষনে ক্ষনে। আমি অপলক নয়নে অবলোকন করে যাই, সূর্যের আলোর মতো ঝলসে আসে চোখ। নামিয়ে ফেলতে হয় অনিচ্ছায়।

আমার শরীর ছুঁয়ে যাও কেমন নিঃশব্দে তুমি। আমি বুঝতে পারি, টের পাই মস্তিস্কের নিউরনে কেমন করে সুখ নিঃসরণ হয়। 

আমি চোখ মেলিয়াও দেখতে পাই, চোখ বন্ধ করিয়াও আরো ভীষনভাবে অনুভবে খুঁজে পাই! 

আমার জীবনদর্শনে এমন অলৌকিক মূহুর্ত আগে হয়েছে কিনা, খুব সম্ভবত নয়! মনে পড়ছেনা। 

তোমার দিকে তাকিয়েছি আমি বারংবার, সহস্রবার। 

শিউলির মতো , গোলাপের পাপড়ির মতো ছড়িয়ে থাকা কোমলতায় ঘেরা এক আকাশ ভালোবাসা মিশ্রিত শৈল্পিক এক প্রান। 

আমি শতবার তোমারি নামে লিখিয়াছি কবিতা। তোমারি জন্য জমেছে কত শত কাব্য আর মধুমাখা গান!

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, হাজার বছরেও তা রয়ে যাবে অম্লান!

কবিতাঃ শৈল্পিক অবলোকন। 

১৩ই আগস্ট ২০২২

#শাকিলআহমেদরেদওয়ান #shakilahmedredwan

প্রথমবার মা/বাবা হওয়ার অনুভূতি ঠিক কেমন !

আপনার জীবনে প্রথম সবকিছুর অনুভুতি সম্পর্কে বলতে পারবেন কয়েক লাইন? প্রথম স্কুলে যাওয়া, প্রথম প্রেমে পড়া, প্রথম সাইকেল চালাতে পারা, বাইক চালাতে পারা, ইত্যাদি।

প্রথম সব কিছুর অনুভুতি অন্যরকম থাকে। যা আসলে কয়েক শব্দে প্রকাশ করে অনুভুতি বুঝানো অসম্ভব প্রায়।

নিজে যেহেতু এখনো বাবা হতে পারিনি। তবে যতটুকু বুঝতে পারি। প্রথম বাবা মা হবার অনুভুতি ঠিক সেরকম, যেমনটাঃ হাজার হাজার অপেক্ষা এবং কষ্টের পরে কোনো কিছু পাওয়া মানে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে কল্পনা করা। সেই মুহুর্তে আপনার জীবনের হাজার অর্জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হয়ে দাঁড়ায় এটা।

অনেকের কাছেই এমন অভিজ্ঞতার কথা শুনতে পেরেছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভুতির মধ্যে একটা হলো বাবা মা হবার অনুভুতি।

ফেসবুকে আমিঃ শাকিল আহমেদ রেদওয়ান

লিংকডইনে আমিঃ Shakil Ahmed

Saturday, August 13, 2022

দীর্ঘ ৪ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছেন? এবং অতীত ভুলে সুখী হয়েছে কিনা?


 আমি দেখেছি ৬ বছর নয় শুধুমাত্র। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙেছে। এবং দুজন আলাদা হয়ে গেছে। একজন বিয়ে করে সংসার করছে। আরেকজন এখনো ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে।

অতীত ভুলে সুখী হয়েছে কিনা?

এটা সম্পূর্ণই আলাদা বিষয়। মনস্তাত্বিক ব্যাপার। অতীত খুব সহজে ভুলা সম্ভব হয়না। তবে আস্তে আস্তে স্মৃতিগুলো ধুসর হতে থাকে। যখন নতুন সম্পর্কে নতুন নতুন স্মৃতি যোগ হতে থাকে। সময়গুলো সুন্দর কাটে। তখন স্বাভাবিক ভাবেই আগের স্মৃতি নিয়ে ভাবার সময় কম থাকে। ব্যস্ততা বাড়ে, সংসারের কাজ বাড়ে। সব মিলিয়ে যদি কেউ চায়, আগের অতীত ভুলে সামনের দিনগুলো ভালো কাটাবে। তাহলে অবশ্যই সম্ভব।

তবে, বর্তমানে এরকম লম্বা রিলেশনশীপ ভেঙে যাওয়াটা অবাক হবার মতো কিছু নয়। হরহামেশাই এমন ঘটনা ঘটছে। একসাথে থাকার পরেও সম্পর্ক ভেঙে যাচ্ছে। নতুন করে অন্য কোথাও সুখ খুজার চেষ্টা করছে নিয়মিত। লম্বা সময় কোনো বিষয় নয়। ৬ কিংবা ৯ । হতে পারে ৬ মাসের সম্পর্কেও অনেক বেশি আনন্দ আর ভালোবাসা থাকে। যেটা ছেড়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়।

তাই আমার মনেহয়- সম্পর্কের বয়স দিয়ে ভালোবাসা পরিমাপ করা অসম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে সবার আগে নজর দিবেন। ধন্যবাদ।

ফেসবুকে আমিঃ শাকিল আহমেদ রেদওয়ান

লিংকডইনে আমিঃ Shakil Ahmed