Sunday, August 14, 2022

কবিতাঃ শৈল্পিক অবলোকন | Shakil Ahmed

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, তা সত্যিই বিস্ময়কর! 

আমার হৃদপিন্ডের সাথে হঠাত কেমন অপরিচিত মেলামেশা, ঝড়ের মতো বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবেগ।

ঢেউ উঠে যায় ক্ষনে ক্ষনে। আমি অপলক নয়নে অবলোকন করে যাই, সূর্যের আলোর মতো ঝলসে আসে চোখ। নামিয়ে ফেলতে হয় অনিচ্ছায়।

আমার শরীর ছুঁয়ে যাও কেমন নিঃশব্দে তুমি। আমি বুঝতে পারি, টের পাই মস্তিস্কের নিউরনে কেমন করে সুখ নিঃসরণ হয়। 

আমি চোখ মেলিয়াও দেখতে পাই, চোখ বন্ধ করিয়াও আরো ভীষনভাবে অনুভবে খুঁজে পাই! 

আমার জীবনদর্শনে এমন অলৌকিক মূহুর্ত আগে হয়েছে কিনা, খুব সম্ভবত নয়! মনে পড়ছেনা। 

তোমার দিকে তাকিয়েছি আমি বারংবার, সহস্রবার। 

শিউলির মতো , গোলাপের পাপড়ির মতো ছড়িয়ে থাকা কোমলতায় ঘেরা এক আকাশ ভালোবাসা মিশ্রিত শৈল্পিক এক প্রান। 

আমি শতবার তোমারি নামে লিখিয়াছি কবিতা। তোমারি জন্য জমেছে কত শত কাব্য আর মধুমাখা গান!

চোখেমুখে যে বিস্ময় নিয়ে আমি তোমার দিকে তাকিয়েছি, হাজার বছরেও তা রয়ে যাবে অম্লান!

কবিতাঃ শৈল্পিক অবলোকন। 

১৩ই আগস্ট ২০২২

#শাকিলআহমেদরেদওয়ান #shakilahmedredwan

No comments:

Post a Comment