Thursday, August 18, 2022

আমি ঘর হারা মানুষ | আমার আবার দুঃখ কিসের ? | শাকিল আহমেদ


                                    আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। 

বৃষ্টিতে ঝুমঝাম কইরা আকাশ থাইকা পানি পড়ে।

মেঘ দেখলে ভয় লাগে। ছেড়া কাথা কম্বল ভিজে গেলে শুকাইতে সময় লাগে। 

মেঝেতে বসতে, কাজ করতে কষ্ট হয়। 

ট্রেনের আওয়াজে রাতে ঘুম হয়না ঠিকঠাক। 

ক্ষুদার জ্বালায় অনেক রাত কাটাইছি বইসা বইসা। 

আকাশের দিকে তাকাইয়া দেখি আমার মতো অনাহারে একটা তারা চোখের পানি ছাড়তাছে। 

নিজের দুঃখ ভুইলা যাই। 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

দুইবেলা ভাত জুটেনা বইলা নিজেরে দুঃখী কমু? 

এই সাহস আমার হয়নাই এখনো। 

দুঃখ বুঝার জন্য তো সুখ চিনতে হয়! আমি তো সুখই চিনতে পারলাম না। 

জীবনে সুখ কারে কয়, সেইটা অনুভব করার মতো অনুভুতি শক্তি তো আমার নাই। 

কেউ কখনো আমারে সুখ দুঃখ চিনাইতে আসেনাই। 

আমিও কখনো এসব শিখার জন্য স্কুল কলেজে যাইনাই।

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

ঠিক ঘর হারাও বলা যায়না। আমার আসলে কখনো ঘর ছিলো কিনা জানি না। 

পূর্বপুরুষগন কি ঘরে থেকেছেন! হয়তোবা না। কিংবা হ্যাঁ। 

তবে একটা ঘর বাধার স্বপ্ন আছে। মাটির ঘর। 

মাটির ঘরের দেয়াল উঠানো যায়। ছাঁদ ও দেয়া যায় হয়তো। 

তখন বলতে পারবো আমার মাথার উপর ছাঁদ আছে। 

মাটির ঘর তুলতে কেমন খরচ পড়বে জানা নাই। 

কই থেইকা জানুম এটার খরচ কেমন?  সেইটাও জানিনা! 

                           আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

একটা সুখের শহর দেখার ইচ্ছা হয় মাঝেমধ্যেই। 

কিন্তু আবার ভয় পাই। যদি দুঃখ চিনে ফেলি। 

শুনেছি, দুঃখের ভয়ে মানুষ নাকি জীবন থেকে পালাইবার চায়। 

আমার জীবনে সুখ দুঃখের কোনো উপস্থিতি টের না পাইলেও মানুষের ব্যস্ততা দেইখা ভাবতে থাকি, জীবনে ব্যস্ততাই বুঝি সুখের সংজ্ঞা নিয়া আসে? নাকি দুঃখের!

রোদ বৃষ্টি মাথায় নিয়া ঘুরি।  ক্ষুদা এখন অভ্যাসে পরিনত হয়েছে। চোখে কোনো রঙিন স্বপ্ন নাই। 

আমার একটাই ইচ্ছা, আমার মতো মানুষগুলারে যদি কোনোদিন পেট ভইরা খাওয়াইতে পারতাম! 

কিন্তু কিভাবে? 

                        আমি ঘর হারা মানুষ! 

আমার আবার দুঃখ কিসের ? 

অনেক মানুষের কান্নার আওয়াজ শুনি নিয়মিত।

খাবারের জন্য মারামারিও করে।

টিভিতে দেখি একজন মানুষ আরেকজনের মেরে ফেলতেছে। 

অথচ তাদের নাকি প্রচুর অর্থবিত্ত আছে।

কেউ কেউ তো শুনি নিজের মা বাবারেই মাইরা ফেলতেছে। 

আমার তো কোন টাকা পয়সা নাই। দুঃখ নাই, সুখ ও নাই।

 এসব নিয়া ভাবতেও ভালো লাগেনা। মাথার উপর বৃষ্টি ঠ্যাকানোর মতো কোনো ছাঁদ নাই।

 মানুষ বৃষ্টিবিলাশ করে আনন্দ কইরা। আমি বৃষ্টি বিলাশ করি জীবন ভাইবা। 

                        আমি ঘর হারা মানুষ!

আমার আবার দুঃখ কিসের ? 

মাথার উপর ছাঁদ নাই। বাড়ি ফেরার তাড়া নাই। যেখানে রাত, সেখানেই প্রভাত! 

তোমাদের উজ্জ্বল ভুবনে আমার মতো অন্ধকারের জায়গা নাই।  


নামঃ ঘর হারা মানুষ!

লেখাঃ শাকিল আহমেদ

No comments:

Post a Comment