Sunday, August 14, 2022

প্রথমবার মা/বাবা হওয়ার অনুভূতি ঠিক কেমন !

আপনার জীবনে প্রথম সবকিছুর অনুভুতি সম্পর্কে বলতে পারবেন কয়েক লাইন? প্রথম স্কুলে যাওয়া, প্রথম প্রেমে পড়া, প্রথম সাইকেল চালাতে পারা, বাইক চালাতে পারা, ইত্যাদি।

প্রথম সব কিছুর অনুভুতি অন্যরকম থাকে। যা আসলে কয়েক শব্দে প্রকাশ করে অনুভুতি বুঝানো অসম্ভব প্রায়।

নিজে যেহেতু এখনো বাবা হতে পারিনি। তবে যতটুকু বুঝতে পারি। প্রথম বাবা মা হবার অনুভুতি ঠিক সেরকম, যেমনটাঃ হাজার হাজার অপেক্ষা এবং কষ্টের পরে কোনো কিছু পাওয়া মানে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে কল্পনা করা। সেই মুহুর্তে আপনার জীবনের হাজার অর্জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হয়ে দাঁড়ায় এটা।

অনেকের কাছেই এমন অভিজ্ঞতার কথা শুনতে পেরেছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভুতির মধ্যে একটা হলো বাবা মা হবার অনুভুতি।

ফেসবুকে আমিঃ শাকিল আহমেদ রেদওয়ান

লিংকডইনে আমিঃ Shakil Ahmed

No comments:

Post a Comment