Saturday, October 3, 2020

সফলতা পেতে চান? তবে কাজ করুন ভালোলাগা খুজে নিয়ে!

 



সারা দুনীয়ায় যারাই সফল হয়েছে, সকলেই তাদের প্যাশন/ভালোলাগাকে আকরে ধরে এগিয়ে গিয়েছে বলেই সফলতা পেয়েছে! এমন একজনকেও খুজে পাওয়া যাবেনা যে ভালোলাগা থেকে কাজ না করে জোর করে কাজ করে দুনীয়ার সফল ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছে!  সফলতা যদিও আপেক্ষিক , তবুও নিজের ভালোলাগা , লম্বা সময় ধরে কাজ করে যাওয়ার মত প্রচুর ধৈর্য যেখানে থাকবে , সেটা নিয়েই এগিয়ে যাওয়া উচিত! 

সফলতা পেতে চান? তবে কাজ করুন ভালোলাগা খুজে নিয়ে!  

বিশ্বাস, কাজের প্রতি ভালোবাসা, লেগে থাকার মানসিকতা আপনাকে নিয়ে যাবে সফলতার অনন্য উচ্চতায়!

বিশ্বাস করুন, আমাদের প্রত্যেকের মাঝেই এমন বিশেষ কিছু গুন রয়েছে, যা অন্য সবার মাঝে নেই! তবুও আমরা কেনো যেনো আমাদের সেই সুপ্ত প্রতিভাকে খুজে বের করে কাজে লাগাতে পারিনা! তাই নিজেকে সময় দিতে হবে, নিজের ভেতরের ভালোটা খুজে আনতে হবে!


No comments:

Post a Comment