বাংলাদেশে কিছুদিন আগেও মানুষ আসলে ই কমার্স কে এত বেশি গুরুত্ব দেয়নি। যতটা এখন দিচ্ছে।
কিন্তু যারা আগে থেকেই এই ইন্ডাষ্ট্রীতে নেতৃত্ব দিয়ে আসছে। টপ লেভেলের কয়েকটি ই কমার্স এর মধ্যে প্রিয়শপ ডট কম অন্যতম!
যারা সবসময়েই কাস্টমার কেন্দ্রিক সেবা দেয়ার জন্য নিজেদেরকে একধাপ এগিয়ে রাখছে।
সম্পূর্ণ টার্মস এন্ড কন্ডিশন, সিস্টেম ডেভেলপমেন্ট এর জায়াগাটাতে সবার আগে কাস্টমারকে বিবেচনা করে তৈরি করা হয় সব কিছু। যাতে প্রিয়শপ সবার প্রিয় হয়ে উঠে।
তারই ধারাবাহিকতায় কাস্টমার সেবা দিয়ে আসছে ২০১৩ সাল থেকে। যখন কিনা বাংলাদেশে হাতেগোনা কয়েকটা ই কমার্স ছিলো!
,
প্রত্যেকটা কনজিউমারকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নিজেদের জায়গা দখল করে নিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক এই দেশীয় ই কমার্স প্রতিষ্ঠান । দেশী বিদেশী বহু সম্মাননা পদক নিয়ে শক্ত করেছে নিজেদের পথচলাকে।
,
বাংলাদেশে সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের দিক থেকে ৮৫ তম র্যাংকিং এ রয়েছে প্রিয়শপ ডট কম লিমিটেড।
তবে বাংলাদেশের ই-কমার্স দুনীয়ায় প্রিয়শপের অবস্থান কোথায় রয়েছে?
According to Alexa Ranking Number 4 , E-commerce in Bangladesh is Priyoshop.com LTD .
ভিজিটরের দিক দিয়ে শীর্ষ ৪ এ রয়েছে প্রিয়শপ।
প্রথমে আছে দারাজ -১৭
তারপর ইভ্যালি - ৮০
তারপর চালডাল - ৮৩
#onlineshopping #Priyoshop #onlineshoppinginbangladesh
No comments:
Post a Comment