বৃত্তের মাঝে বন্ধি আমরা!
আমাদের ব্যক্তিগত জীবন,সামাজিক জীবন, সোস্যাল মিডিয়ার এক্টিভিটি, সবজায়গায় একটা নির্দিষ্ট গন্ডির মধ্যেই সীমাবদ্ধ!
আপনি হয়তো ভাবছেন কি পাগলের মতো বলছি! গ্লোবালাইজেশন এর এই যুগে কেউ বৃত্তের মধ্যে বন্ধি থাকে! ইম্পসিবল! এটা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়।
,
কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা এমন এক জায়গায় এসে দাড়িয়েছে। আমাদের চিন্তাভাবনা এমন ছোট হয়ে আসছে যে আমরা নিজেরাও তা উপলব্ধি করতে পারছিনা!
আপনার কতজন ফ্রেন্ড? রিয়েল লাইফে এবং সোস্যাল মিডিয়া মিলিয়ে?
আপনি প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা কার কার সাথে আপনার চিন্তাভাবনা শেয়ার করছেন? কার অনুভুতির কথা শুনছেন?
ভাবুন তো ---
,
ভাবতে কষ্ট হচ্ছে?
সিম্পল, আজকের দিনের হিসেবটা একটু করুন। হ্যাঁ আজকের দিনের।
আপনি কার সাথে কি কথা বলেছেন, মনে করার চেস্টা করুন!
এটাও কষ্টের?
আচ্ছা বাদ দিলাম সব।
চলুন একটু অন্যভাবে দেখি বিষয়টি।
আমার ফেইসবুক ফ্রেন্ডলিস্টের অনেক মানুষ রয়েছেন যারা টুকটাক লিখালিখি করে থাকে।
আমি ফেইসবুকের নিউজফিড স্ক্রল করলেই এ ধরনের লিখা দেখি, পড়ি, মন্তব্য করি!
,
আমার কাছে বেশ কিছু টার্গেট এড আসে, টেকনোলজি রিলেডেট। কারণ আমি তাদের টার্গেট অডিয়েন্স, এসব বিষয়ে ইন্টারেস্ট থাকার কারণে!
আমার কাছে সোস্যাল মিডিয়াকে কি মনেহয় জানেন?
লিখালিখি করে মানুষের কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম!
আপনার কাছে কি মনেহয়? চিন্তা করেছেন কখনো?
এর বাইরেও এখানে অনেক অনেক বেশি কিছু হয়, যা হয়তো আমি আপনি কখনো চিন্তাও করিনা।
কারণ আমরা একটা বৃত্তের মধ্যেই আটকে আছি।
রিয়েল লাইফে কি করেন?
,
প্রতিদিন কর্মস্থলে যান, পরিচিত মানুষজনের সাথে কথা হয়, তাদের চিন্তাভাবনার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। আপনার কাছে লাইফ বলতে এটাই সবার আগে ভেসে উঠে মানসপটে!
অথচ জীবন মানে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা সংজ্ঞা। সামগ্রিক ভাবে যুদ্ধ!
এখানেও আমরা, আমাদের চিন্তাভাবনা একটা বৃত্তের মাঝে বন্ধি!
অথচ আমরা গ্লোবালাইজেশন এর যুগে বসবাস করছি!
No comments:
Post a Comment